Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

শপিং মলে অগ্নিকান্ডে প্রাণহানি ৪০

বন্যা-ভূমিধসে ফিলিপাইনে দু’শতাধিক মানুষ নিহত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওয়ে একটি শপিং মলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালের ওই আগুনে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগই শপিং মলটির একটি কল সেন্টারের কর্মী। কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বন্যা-ভূমিধসে ফিলিপাইনে দুই শতাধিক মানুষের প্রাণহানির মধ্যেই নতুন করে এ অগ্নিকান্ডে প্রাণহানির খবর এলো। শহর কর্তৃপক্ষের মুখপাত্র মা. তেরেসিতা গাসপান জানিয়েছেন, শনিবার মার্কেটের তৃতীয় তলার একটি ফার্নিচারের দোকানে আগুনের সূত্রপাত হয়। দ্রæত তা ওপরের ফ্লোরে এসএসআই ফিলিপাইন নামের একটি আউটসোর্সিং প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাÐের কারণ জানা যায়নি। কারণ খুঁজে বের করতে এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে এক সময় এই শহরের মেয়র ছিলেন। বর্তমানে তার কন্যা সারা দুতার্তে শহরটির মেয়র। রাতেই তিনি মেয়েকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুতার্তের পুত্র দাভাওয়ের ভাইস মেয়র পাওলো দুতার্তের ভাষায়, নিখোঁজ ৩৭ জনের কারও বেঁচে থাকার সম্ভাবনা শূন্য। আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি। শপিং মলটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে সবাইকে প্রার্থনার আহŸান জানিয়েছে। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ২শ’ ছাড়িয়ে গেছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। ফিলিপাইন রেডক্রসের চেয়ারম্যান রিচার্ড গর্ডন শনিবার রাতে এক টুইটে জানান, এ পর্যন্ত ১৫৬ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ২৯১ জন। আহত ৮৬ জনের অবস্থা পর্যালোচনা করছে রেড ক্রিসেন্ট। পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারাও শতাধিক প্রাণহানির তথ্য জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে নিহতের প্রকৃত সংখ্যা এরইমধ্যে ১৮০ ছাড়িয়েছে। কোনও কোনও খবরে প্রাণহানির সংখ্যা ২০০ ছাড়িয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ