Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে আড়াই সহস্রাধিক সরকারি কর্মচারী বরখাস্ত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে ২ হাজার ৭৬৬ জনকে বরখাস্ত করেছে তুরস্ক। এ সংক্রান্ত একটি জরুরি ফরমান জারি করেছে কর্তৃপক্ষ। গতকাল রোববার সরকারি এক গেজেটে ঘোষণা করা হয়েছে যে, বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৩৭ সেনা, ৩৬০ সশস্ত্র বাহিনী, ৬১ পুলিশ সদস্য এবং চারজন কোস্টগার্ডের সদস্যও রয়েছেন। ধর্মবিষয়ক অধিদফতর থেকে প্রায় ৩৪১ জনকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাকিরা অন্যান্য বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। আলাদা একটি জরুরি ফরমান জারির মাধ্যমে জানানো হয়েছে, সন্ত্রাসবাদে সম্পৃক্ততা থাকার অভিযোগে বরখাস্ত হওয়াদের অবশ্যই তাদের কর্মস্থলের নির্দিষ্ট পোশাকেই আদালতে উপস্থিত হতে হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ