Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষেধাজ্ঞা সমর্থনকারীদের শাস্তির হুমকি

নতুন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল, পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করবো : উ. কোরিয়া

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের সবশেষ নিষেধাজ্ঞা যুদ্ধ ঘোষণার শামিল এবং পূর্ণ অর্থনৈতিক অবরোধের সমতুল্য উল্লেখ করে গতকাল রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপের সব সমর্থনকারীকে শাস্তি দেয়ার হুমকি দিয়েছে। পাশাপাশি পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করার অঙ্গীকার করেছে। সা¤প্রতিক সময়ে আন্তঃমহাদেশীয় বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। পরিশোধিত পেট্রোলিয়াম পণ্য ও ক্রুড অয়েল প্রাপ্তিতে বাধা দেওয়া ও প্রবাসী শ্রমিকদের কাছ থেকে আয় বন্ধ করার লক্ষ্য নিয়ে নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পিয়ংইয়ং সাফ জানিয়ে দিয়েছে, জাতিসংঘে নিষেধাজ্ঞার পক্ষে যারা ভোট দিয়েছে, তারা উত্তর কোরিয়ার আক্রোশের শিকার হবে। হুমকিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে যেসব দেশ হাত তুলেছে, এই প্রস্তাবের কারণে ঘটা সব ধরনের পরিণতির জন্য পুরোপুরি দায়ী থাকবে তারা এবং আমরা নিশ্চিয়তা দিয়ে বলছি, তারা যা করেছে, তার জন্য চরম মূল্য দিতে হবে তাদের। চীনের রাষ্ট্রীয় ট্যাবলয়েড পত্রিকা গেøাবাল টাইমস-এর খবরে শনিবার বলা হয়েছে, এই কঠোর প্রস্তাব যুদ্ধ এড়ানোর জন্য। উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে জাতিসংঘ কোনো রকম সমর্থন দেবে না। সম্পাদকীয়তে গেøাবাল টাইমস বলেছে, নতুন প্রস্তাব ও যুক্তরাষ্ট্রের প্রকৃত প্রস্তাবের মধ্যে পার্থক্য থেকে দেখা যায়, যুদ্ধ ঠেকানোর জন্য এতে চীন ও রাশিয়ার ইচ্ছার প্রতিফলন ঘটেছে। যদি শুধু যুক্তরাষ্ট্রের প্রস্তাবই গৃহীত হতো, তাহলে ভবিষ্যতে যুদ্ধই দেখা যেত। নিষেধাজ্ঞাসংক্রান্ত জাতিসংঘ প্রস্তাবে উত্তর কোরিয়ায় ৯০ শতাংশ পেট্রোলিয়াম রপ্তানি বন্ধের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর বিদেশে কর্মরত উত্তর কোরীয়দের আগামী ২৪ মাসের মধ্যে দেশে ফেরার কথা বলা হয়েছে। তবে প্রাথমিক প্রস্তাবে ১২ মাসের কথা বলা ছিল কিন্তু শেষ মুহূর্তে তা ২৪ মাস পর্যন্ত করা হয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ের পরমাণু শক্তি দেখে আতঙ্কিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং আমাদের দেশের বিরুদ্ধে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ ও চাপ প্রয়োগে উন্মত্ত হয়ে উঠেছে। রয়টার্স, বিবিসি।



 

Show all comments
  • তাওহীদ ২৫ ডিসেম্বর, ২০১৭, ৫:১৭ এএম says : 0
    এই দ্বন্ধের অবসান হওয়া দরকার
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ