মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ বলেছেন, আমাদের হুমকি দেবেন না কিংবা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন না, বরং আফগান যুদ্ধ থেকে শিক্ষা নিন। আমেরিকাকে উদ্দেশ করে গত শনিবার এক টুইটার বার্তায় একথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার আফগানিস্তানে আকস্মিক সফরের সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তান তালেবানসহ বহু সন্ত্রাসী সংগঠনকে নিরাপদ আশ্রয় দিয়ে আসছে তবে সে দিন ফুরিয়ে গেছে। বাগরাম ঘাঁটিতে সেনাদের সঙ্গে আলাপের সময় পেন্স আরো বলেন, ইসলামাদের ওপর নজর রাখছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তিনি আরো বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কথার প্রতিধ্বনি করে আমিও বলতে চাই-আমেরিকার সঙ্গে বন্ধুত্বের কারণে পাকিস্তান অনেক কিছু পেয়েছে এবং সন্ত্রাসীদেরকে আশ্রয় দেয়ার কারণে পাকিস্তানের জন্য হারানোরও অনেক কিছু রয়েছে। মাইক পেন্সের এসব কথার জবাবে খাজা আসিফ বলেছেন, কূটনৈতিক লড়াইয়ে হেরে যাওয়া এবং আফগান যুদ্ধ নিয়ে হতা শার কারণে মার্কিন কর্মকর্তারা এ ধরনের কথা বলছেন। কূটনৈতিক লড়াই বলতে খাজা আসিফ ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস ইস্যুতে জাতিসংঘে ভোটের ফলাফলে মার্কিন সরকারের হেরে যাওয়াকে বুঝিয়েছেন। ডন, পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।