Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুলতানা কামাল পদক দেবে মহিলা ক্রীড়া সংস্থা

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দেশের খেলাধুলায় বিশেষ অবদান রাখার জন্য প্রতিবছর একজন করে নারী ক্রীড়াবিদকে সুলতানা কামাল স্মৃতি পদক দেবে জাতীয় মহিলা ক্রীড়া সংস্থা। এই পদকের সঙ্গে নগদ ৫ হাজার টাকা সম্মানীও দেয়া হবে। গতকাল সংস্থার সভানেত্রী ও জাতীয় সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি তথ্যটি জানান। এ ধারাবাহিকতায় প্রথমবার এই পদক পাচ্ছেন দেশের দ্রæততম মানবী। আজ জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় মহিলাদের ১০০ মিটার স্প্রিন্ট শেষে বিজয়ীকে দেয়া হবে সুলতানা কামাল স্মৃতি পদক ও নগদ ৫ হাজার টাকা।
এদিকে গত অক্টোবরে গঠিত বাংলাদেশ অলিম্পিক অ্যসোসিয়েশনের (বিওএ) উইমেন্স কমিশনের প্রথম সভা কাল বিওএ ভবনে অনুষ্ঠিত হয়। বিওএ সহ-সভাপতি ও কমিশনের চেয়ারম্যান মাহবুব আরা বেগম গিনির সভাপতিত্বে এ সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। ১৩ সদস্যের এই কমিশনে নতুন দু’জনকে কো-অপট করা হয় প্রথম সভায়। এরা হলেন- রাজিয়া সুলতানা অনু ও সৈয়দা মরিয়ম তারেক। কমিশনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা ও বিওএ সদস্য হামিদা বেগম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ