Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়াশিংটনের বক্তব্যের কঠোর প্রতিবাদ জানাল ইসলামাবাদ

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মার্কিন ভাইস প্রেসিডেন্টের বক্তব্যের বিরুদ্ধে ইসলামাবাদ কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। পাকিস্তানের সেনা মুখপাত্র লে. জেনারেল আসিফ গফুর বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাক সেনাবাহিনী অত্যন্ত কার্যকর ব্যবস্থা নিয়েছে। বিশ্বের আর কোনো দেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে এত কঠোর ব্যবস্থা নেয়নি বলেও তিনি দাবি করেন। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সা¤প্রতিক মন্তব্যের জবাবে জেনারেল গফুর বলেন, ইসলামাবাদ সরকার কূটনৈতিক চ্যানেলে ওয়াশিংটনের দাবির জবাব দিয়েছে। পেন্সের এ বক্তব্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মাদ ফয়সাল মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইসলামাবাদ বিরোধী বক্তব্যকে দুদেশের চলমান আলোচনা প্রক্রিয়ার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকার উচিত নিজের মিত্রদের অভিযুক্ত না করে যারা আফগান সরকারকে দুর্বল করতে চায় এবং যারা দেশটিতে জঙ্গি গোষ্ঠী দায়েশকে শক্তিশালী করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। পাকিস্তান তার মাটিতে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে কিনা সে বিষয়ে যুক্তরাষ্ট্র দেশটিকে চোখে চোখে রাখছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স দাবি করার পরপরই গত শুক্রবার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। কিন্তু স্পেন্সের একই কঠোর বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রদফতর কঠোরতার সঙ্গে জবাব দিয়ে বলেছে, কেউ তার মিত্রকে চোখে চোখে রাখে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে আমাদের ব্যাপকভিত্তিক আলোচনার সঙ্গে এই বক্তব্য সামঞ্জস্যহীন। আফগানিস্তানে যারা মাদক উৎপাদন ও কর্তৃত্বহীন এলাকার বিস্তার ঘটাচ্ছে, উচ্চমাপের দুর্নীতি করছে, শাসন ব্যবস্থা ভেঙ্গে ফেলছে এবং আইএসকে ঘাঁটি গাড়ার ব্যবস্থা করে দিচ্ছে তাদের ওপর চোখ রাখা উচিত হবে যুক্তরাষ্ট্রের। পররাষ্ট্র দফতর আরো উল্লেখ করে, যুক্তরাষ্ট্রকে শান্তি ও পুনর্মিলন ম্যাকানিজমেরও উপরও নজর দিতে হবে। এবং সবশেষে অন্যের ঘাড়ে দোষ চাপানো বন্ধ করতে হবে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার আকস্মিকভাবে আফগানিস্তানে সফরে গিয়ে পেন্স এমন কঠোর কথা বলেন। কিন্তু এর পরপরই পাকিস্তানের পররাষ্ট্র দফতর থেকে সমান কড়া ভাষায় বলা হয়, যুক্তরাষ্ট্রের উচিত হবে তাদের ওপর চোখ রাখা যারা মাদক উৎপাদন ও কর্তৃত্বহীন এলাকার বিস্তার ঘটাচ্ছে, উচ্চমাপের দুর্নীতি করছে, শাসন ব্যবস্থা ভেঙ্গে ফেলছে এবং আফগানিস্তানে আইএসকে ঘাঁটি গাড়ার ব্যবস্থা করে দিচ্ছে। ডন।



 

Show all comments
  • ফাহাদ ২৪ ডিসেম্বর, ২০১৭, ৩:১৭ এএম says : 1
    পাকিস্তানকে তার অবস্থানে শক্ত থাকতে হবে।
    Total Reply(0) Reply
  • Neel Tara ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:১৯ পিএম says : 0
    ইসলামাবাদ সন্ত্রাসী কিন্তু ইসরাইল সন্ত্রাসী না?কি আজব?
    Total Reply(0) Reply
  • Enayet Rahman ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:২৫ পিএম says : 0
    জেগে উঠো মুসলিম বিশ্ব এখনই জাগার সময়।
    Total Reply(0) Reply
  • Md Ahsanullah ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:২৭ পিএম says : 0
    অত্যাচারির পতন আছে
    Total Reply(0) Reply
  • Rubal Islam ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:২৯ পিএম says : 2
    অামেরিকার প্রেসিডেন্ট একটা ..................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ