Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য : মার্কিন জেনারেল

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নরওয়েতে মোতায়েন মার্কিন মেরিন কোরের কমান্ডার জেনারেল রবার্ট নিলার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে। তার এ ঘোষণার ফলে বোঝা যায়, মার্কিন সরকার এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের চেয়ে রাশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে বেশি প্রাধান্য দিতে যাচ্ছে। জেনারেল নিলার তার বাহিনীকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন হওয়ার জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন। রবার্ট নিলার বলেন, আমি আশা করছি আমার কথা ভুল প্রমাণিত হোক, কিন্তু (বাস্তবতা হচ্ছে) একটি যুদ্ধ অত্যাসন্ন হয়ে পড়েছে। তিনি রাশিয়া ও প্রশান্ত মহাসাগরকে পরবর্তী বড় ধরনের সংঘাতের এলাকা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আমার মনে হয় এখন আর আমাদের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকে নেই। তবে আরো কিছুদিন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন থাকবে বলে তিনি ইঙ্গিত দেন। নরওয়েতে মোতায়েন মার্কিন এই কমান্ডার বলেন, মধ্যপ্রাচ্য থেকে কিছু সেনাকে প্রত্যাহার করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হবে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সঙ্গে যখন রাশিয়ার সম্পর্কে উত্তেজনা বাড়ছে তখন মার্কিন সেনা কমান্ডার এই বক্তব্য দিলেন। প্রাভদা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ