মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্পের কঠোর সমালোচনা করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন গোটা বিশ্বকে নিজের অনুগত বানিয়ে রাখতে চায়। ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন উত্তর কোরিয়ার নেতা। দেশটির কেআরটি টিভি শুক্রবার ওই সম্মেলনের ভিডিও ফুটেজ প্রকাশ করে। দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি কিমের বোন কিম ইও জং-ও এতে উপস্থিত ছিলেন। কিম জং উনকিম জং উন বলেন, উত্তর কোরিয়া একটি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। আমেরিকার জন্য পিয়ংইয়ং একটি শক্তিশালী পারমাণবিক হুমকিতে পরিণত হয়েছে। এটা কেউ অস্বীকার করতে পারবে না। এদিকে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত ১৮ ডিসেম্বর ট্রাম্প প্রশাসনের ঘোষিত জাতীয় নিরাপত্তা কৌশলকে একটি অপরাধী দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমেরিকা উত্তর কোরিয়ার কণ্ঠরোধ করতে চায়। তারা কোরীয় উপদ্বীপকে মার্কিন আধিপত্যবাদের ঘাঁটি বানাতে চায়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল আগ্রাসনের ঘোষণা ছাড়া আর কিছুই নয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইতোমধ্যে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি নিষেধাজ্ঞা রয়েছে। আর যুক্তরাষ্ট্র ২০০৮ সাল থেকে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি রেখেছে। নিষেধাজ্ঞার আওতায় দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ স্থগিত রাখা এবং দেশটিতে পণ্য ও সেবা রপ্তানি বন্ধ রাখা হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।