Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেপালে খ্রিস্টান মিশনারীদের তৎপরতা বেড়েছে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 নেপালে ধর্মান্তরণের ওপর কঠোর নিষেধাজ্ঞা সত্তে¡ও দেশটিতে খ্রিস্টান মিশনারীদের তৎপরতা বেড়েছে। প্রলয়ঙ্করী ভূমিকম্পে দেশটির রিচেত গ্রামের সবকিছু লন্ডভন্ড হয়ে যাওয়ার দুই বছর পর শুধু গ্রামের চার্চটি পুনরায় নির্মাণ করা হয়েছে। হিন্দু প্রধান দেশটিতে খ্রিস্টান মিশনারীদের প্রভাব বেড়ে যাচ্ছে। ধর্মান্তরণের ওপর কঠোর নিষেধাজ্ঞা সত্তে¡ও নেপালে বিগত দুই দশক ধরে খ্রিস্টান ধর্মের মানুষের সংখ্যা দ্রুত বেড়ে যাচ্ছে। এই ধর্মান্তরণকে অনেকেই হিন্দু ধর্মের কঠোর জাত প্রথা থেকে নিষ্কৃতির উপায় হিসেবে দেখছে। দুই শতাব্দী ধরে হিমালয়ের পাদদেশের এই দেশটি হিন্দু রাজতন্ত্রের অধীনে ছিল। নেপালে ২০০৮ সালে রাজতন্ত্রের অবসান ঘটে। দেশটিতে বিশেষ করে উত্তরাঞ্চলে বৌদ্ধ ঐতিহ্যের জোরালো প্রভাব রয়েছে। কিন্তু প্রত্যন্ত লাপা উপত্যকায় এখন খ্রিস্টানদের প্রাধান্য চলছে। এই অঞ্চলেই রিচেত অবস্থিত। এখানকার অনেক বাসিন্দাই হিন্দু থেকে ধমান্তরিত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। রিকা তামাং হিন্দু থেকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। তার মা একবার অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এক ধর্মগুরু তাদের পশু বলি দিতে বলেন। দরিদ্র হওয়ায় তাদের কাছে পশু কেনার অর্থ ছিল না। তিনি বলেন, আমার কাছে যাই থাকত, দেবতার নামে তাকে উৎসর্গ করতে হতো। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ