Inqilab Logo

রোববার, ২৬ মে ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফিলিপাইনে ঝড় বন্যা ভূমিধসে নিহত ১৩৩

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ফিলিপাইনে একটি ক্রান্তীয় ঝড় আঘাত হানার পর ভূমিধস ও বন্যায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে গতকাল শনিবার জানিয়েছে পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা। অধিকাংশ মানুষ শুক্রবার রাতে এসব দুর্যোগের শিকার হয়েছেন। হতাহতদের সবাই দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ মিন্দানাওয়ের বাসিন্দা বলে জানিয়েছেন তারা। টুবোড শহরের এক কর্মকর্তা বলেছেন, একটি কৃষি প্রধান গ্রাম ভূমিধসের নিচে চাপা পড়েছে সংক্রান্ত প্রতিবেদন সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা করছি আমরা। ওই এলাকার বৈদ্যুতিক ও টেলিযোগাযোগ লাইনগুলো বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টায় জটিলতা সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সুলু সাগর থেকে শক্তি সঞ্চয় করছে এবং ৮০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। শনিবার দুপুরের মধ্য ঝড়টি সাগরটি পার হয়ে যেতে পারে এবং সোমবারের মধ্যে ফিলিপাইনের সীমানা ছেড়ে যেতে পারে বলে জানিয়েছে তারা। ঝড়ের পর জীবিতদের খুঁজে বের করা, আবর্জনা পরিষ্কার করা ও যোগাযোগ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য জরুরি বিভাগের কর্মী, সৈন্য, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ