Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্পেনের সঙ্গে আলোচনা করতে চান পুজদেমন

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কাতালুনিয়ার পার্লামেন্ট নির্বাচনে স্বাধীনতাপন্থি দলগুলো ফের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সংকট সমাধানে স্পেন সরকারের সঙ্গে আলোচনা করতে চান সাবেক কাতালান নেতা কার্লেস পুজদেমন। ব্রাসেলসে স্বেচ্ছা নির্বাসনে থাকা পুজদেমন সেখানে কিংবা ইউরোপীয় ইউনিয়নের অন্য কোনো দেশে এ আলোচনা চেয়েছেন। কাতালুনিয়ার নির্বাচনী ফল নিয়ে বেলজিয়াম থেকে শুক্রবার পুজদেমন বলেন, ২০ লাখেরও বেশি মানুষ কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে। জনগণ স্বাধীন রাষ্ট্র চাইছে। এখন সংকটের সমাধান চাইলে বাস্তবতা স্বীকার করে নেওয়াটা জরুরি। কিন্তু পুজদেমনের সরাসরি আলোচনার আহŸানে সাড়া দেননি স্পেনের প্রধানন্ত্রী মারিয়ানো রাখয়। বলেছেন, তিনি বরং নতুন কাতালান সরকার প্রধানের সঙ্গে কথা বলবেন। নতুন কাতালন নেতা দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে কথা হবে বলে জানান রাখয়। তবে তিনি বলেন, নতুন নেতা যতক্সণ পর্যন্ত না স্পেনের সংবিধান লঙ্ঘন করছেন ততক্ষণ আলোচনার দ্বার খোলা থাকবে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ