Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দিল্লিতে বায়ু দূষণ রোধে পানিকামান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে দিল্লির আকাশ। পরিবেশ হয়ে পড়েছে ভয়াবহভাবে দূষিত। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য অস্বাভাবিক এক সমাধান বেছে নিয়েছে দিল্লি রাজ্য সরকার। পানিছিটিয়ে দেয় বা বিষাক্ত ধোঁয়া বিরোধী পানি কামান ব্যবহার করা হয়েছে পরীক্ষামূলকভাবে। দিল্লির উত্তরাঞ্চলে আনন্দবিহারে এ পরীক্ষা চালানো হয়েছে। এই আনন্দবিহার এলাকাটি ভারতের রাজধানীর সবচেয়ে বেশি দূষিত এলাকার মধ্যে অন্যতম। এ পদ্ধতিতে একটি ওয়াটার ট্যাংকের সঙ্গে যুক্ত করা হয় একটি মেশিন। তারপর এগুলো যুক্ত করা হয় একটি ট্রাকের সঙ্গে। ওই ট্রাক থেকে স্বয়ংক্রিয়ভাবে পানি স্প্রে করে ছড়িয়ে দেয়া হয় আকাশে। পানি ছড়িয়ে দেয়ার পর তা ক্ষুদ্র ক্ষুদ্র বাষ্পের কলায় ভেঙে যায়। উঠে যায় ২৩০ ফুট পর্যন্ত আকাশসীমায়। সংশ্লিষ্টরা মনে করছেন এ প্রক্রিয়ায় বাতাসের সঙ্গে মিশে থাকা ধুলোবালির কণাগুলোর সঙ্গে মিশে যাবে। এরপর তা বৃষ্টির মতো কাজ করবে। অর্থাৎ ওইসব পানির কণা বৃষ্টির মতো করে আকাশকে ধুয়েমুছে পরিষ্কার করে দেবে। ধুলোবালির কণাকে নামিয়ে আনবে মাটিতে। এ ধরনের মেশিন ২০১৫ সালে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল চীনে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ