Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে ট্রেন-সিএনজি সংঘর্ষে এক ট্রেনযাত্রী নিহত

গফরগাঁও উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ৬:৩৫ পিএম | আপডেট : ৬:৪২ পিএম, ২৩ ডিসেম্বর, ২০১৭

ময়মনসিংহের গফরগাঁওয়ে দেউলপাড়া রেল ক্রসিংয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেন ও সিএনজি চালিত অটোবাইক সংঘর্ষে আল আমিন (২৬) নামে ট্রেনযাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন জেলার নান্দাইল উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। নিহত আল আমিন একজন গার্মেন্টসকর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের দেউলপাড়া গ্রামের রেলক্রসিং পার হওয়ার সময় সিএনজি চালিত একটি অটোবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে ট্রেনের দরজায় ঝুলে থাকা যাত্রী আল আমিন ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয়রা অটোবাইকটি আটক করলেও চালক পালিয়ে যায়।

গফরগাঁও রেলওয়ে স্টেশন জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম খান বলেন, স্টেশন মাস্টারের কাছ থেকে, স্টেশন মাস্টারের কাছ থেকে তারা কোনো মেমো পাননি। তাই এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেনযাত্রী নিহত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ