Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ছত্তিশগড়ে আড়াই বছরে ১৩ শ’ ৪৪ কৃষকের আত্মহত্যা

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ভারতের ছত্তিশগড় রাজ্যে গত আড়াই বছরে অন্তত ১,৩৪৪ জন কৃষক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য দেয়া হয়েছে। রাজ্য বিধানসভায় এক লিখিত প্রশ্নের জবাবে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামসেবক পাইকরা বলেন, ২০১৫-১৬ অর্থবছর থেকে চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত মোট ১৪,৭০৫টি আত্মহত্যার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে ১,৩৪৪ জন কৃষক ও বাকিরা অন্য। বিধানসভার কংগ্রেস সদস্য অমরজিৎ ভগৎ-এই প্রশ্ন উত্থাপন করেন। মন্ত্রী বলেন, আত্মহত্যার ঘটনাগুলোর মধ্যে ১৩ জন আর্থিক দৈন্যদশার কারণে আত্মহত্যা করেন। আর ১৯ জন আত্মহত্যা করেন ঋণের বোঝা বইতে না পেরে। ২৫ আত্মহত্যাকারীর আত্মীয়-স্বজনকে সরকার ১৬,৩৫,৯২৪ রুপি ক্ষতিপূরণ দিয়েছে বলেও মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী আরো জানান যে, ২২৪ কৃষক আত্মহত্যা করেছে সুরজপুর জেলায়। এরপর রয়েছে বলদাবাজারে ২১০, বলদে ১৬৫, মহাসামুন্দে ১৩৪, বিলাসপুরে ৮৫, বলরামপুরে ৭০, মুঙ্গেলিতে ৭৭ ও গরিয়াবন্দে ৬৫ জন। এছাড়া সারগুজায় ৬৩, জসপুরে ৫৩, বেমেতারায় ৫১, কবিধামে ৪৫, রাজনন্দগাঁও -এ ২৫, রায়পুর ২৪, দার্গ ১৮, করিয়া ১৭, ধামতারি ৭, জিঙ্গির-চম্পায় ৪, রাইগারাহয় ৩, কান্দাগাঁও-এ ২ জন আত্মহত্যা করে বলে মন্ত্রী জানান। অপর এক খবরে বলা হয়, ভারতে শারীরিক বিকাশ কমে যাওয়া শিশুর সংখ্যা ২০০৫-২০০৬ এর তুলনায় (৪৮ শতাংশ) ২০১৫-১৬ সালে কমলেও সামগ্রিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। শহরগুলোর (২৯ শতাংশ) তুলনায় গ্রামাঞ্চলে (৩৮ শতাংশ) শিশুদের ওজন-স্বল্পতার প্রবণতা বেশী। ৬ থেকে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে মাত্র ১০ শতাংশ পর্যাপ্ত পুষ্টিকর খাদ্য গ্রহণ করে। সারা দেশে যে বৈষম্য তার সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে শিশুদের উপর। টাইমস অব ইনডিয়া।



 

Show all comments
  • Miah Muhammad Adel ২৩ ডিসেম্বর, ২০১৭, ৭:১৩ পিএম says : 0
    What this country can be proud of?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ