Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোগী হত্যা করাই ছিল তার কাজ

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ইতালির সিসিলিতে এম্বুলেন্সের ভেতরে রোগী বহনের নামে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, একটি মাফিয়া চক্রের সঙ্গে আটক ওই এম্বুলেন্স কর্মীর যোগাযোগ রয়েছে। সেই চক্রের কাছ থেকে পাওয়া অর্থের বিনিময়েই তিনি এ ধরনের হত্যাকাÐ চালাতেন। পুলিশ জানায়, হাসপাতালে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকা রোগীদের শিরায় ইনজেকশনের মাধ্যমে বাতাস ঢুকিয়ে দিতেন ওই ব্যক্তি। তারপর এম্বুলেন্সে করে রোগীদের এমনভাবে বহন করতেন, যেন তিনি রোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। এভাবে তিনজনকে হত্যা করেছেন ওই ব্যক্তি। প্রতিটি লাশের জন্য ওই এম্বুলেন্স কর্মী ৩০০ ইউরো (প্রায় ৩০ হাজার টাকা) করে পেতেন। ইতালিয়ান সংবাদমাধ্যম এই ঘটনাকে ‘মৃত্যুর এম্বুলেন্স’ কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছে। ওই ব্যক্তি পুনর্গঠিত কোনো মাফিয়া চক্রের সদস্য উল্লেখ করে পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মানুষকে হত্যার অভিযোগ গঠন করা হবে। বিবিসির প্রতিবেদনে আরো জানানো হয়, ৪২ বছর বয়সী ওই ব্যক্তি সিসিলিয়ান মাফিয়া চক্রের সঙ্গে জড়িত। তিনি লাশ বহনের নামে শোকসন্তপ্ত পরিবারের কাছ থেকেও আর্থিক সুবিধা নিতেন। বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ