Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় মিয়ানমারের জেনারেল মং

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা-নির্যাতন-হত্যায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ এনে মায়ানমারের প্রভাবশালী জেনারেল মং মং সোয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন প্রশাসন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এ তথ্য জানিয়েছেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, রাখাইন রাজ্যে রোহিঙ্গা নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালিয়ে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, তার জন্য মং মং সোয়ের দায় রয়েছে। মায়ানমারের জেনারেলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি এমন একসময়ে এলো, যার কয়েক দিন আগেই জাতিসংঘের একটি প্রতিনিধি দলকে রাখাইন রাজ্যে প্রবেশের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রেজারি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে মোট ৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানায় বিবিসি। জেনারেল সোয়ে তাদের একজন। যুক্তরাষ্ট্রের ট্রেজারির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ওই সময়ে মং সোয়ের অধীনে থাকা সেনাবাহিনীই মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। এ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হওয়ার পর গত মাসে জেনারেল সোয়েকে বদলি করা হয়। বিবিসি, এবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ