Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১০ আহত ১২

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ১০ জন ও আহত হয়েছে ১২ জন। এ সংক্রান্ত আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-
রাজশাহী ব্যুরো জানান, রাজশাহীতে ট্রাকের ধাক্কায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে চারঘাট, পুঠিয়া ও গোদাগাড়ীতে তিনটি পৃথক ঘটনায় তারা নিহত হন বলে পুলিশ জানিয়েছেন। নিহতরা হলেন, নাটোরের কানাইখালি এলাকার হারুন অর রশিদ (৩৫), নাটোরের গুরুদাসপুর উপজেলার শ্যামপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে ময়েজ উদ্দিন (৩৩), রাজশাহী মহানগরীর মতিহার থানার চৌদ্দপাই এলাকার ইউনুস আলীর ছেলে নজরুল ইসলাম (৫০) ও গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামের আজম আলীর ছেলে জুয়েল রানা (২৭)। এদের মধ্যে রশিদ ও সুমন চারঘাটে, নজরুল পুঠিয়ায় এবং জুয়েল গোদাগাড়ীতে নিহত হয়েছেন। চারঘাট থানার ওসি জানান, দুপুরে দুই মোটরসাইকেল আরোহী চারঘাট থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিলেন। পথে চোঙ্গাতলা এলাকায় একটি বালুবাহী ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রশিদ ও ময়েজ নিহত হন। দু’জনের মাথায় হেলমেট থাকলেও তা ভেঙে গিয়ে তারা মাথায় আঘাত পেয়েছিলেন। পুঠিয়া থানার ওসি জানান, নিহত নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারি। দুপুর দেড়টার দিকে পুঠিয়া থেকে রাজশাহী যাওয়ার পথে বানেশ্বর এলাকায় একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই নজরুল মারা যান। এ ঘটনায় আহত মোটরসাইকেলের অপর আরোহী মিজানুর রহমান বাবুকে আহত আবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিকে, গোদাগাড়ী থানার ওসি জানান, উপজেলার কামারপাড়া এলাকার একটি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন জুয়েল। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে চিনিভর্তি একটি ট্রাক তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন।
শিবচর (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা জানান, ঢাকা-খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মামা ভাগ্নেসহ ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। জানা যায়, শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার বন্দরখোলা ব্রাক অফিস সংলগ্ন কাঁঠালবাড়ি ঘাট থেকে যাত্রী বোঝাই বরিশালগামী বিএমএফ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আবু বকর খান (২৪) ও তার ভাগ্নে জুয়েল (১৭) নিহত হয়। নিহত আবু বকর উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে এগার রশি গ্রামের লতিফ খানের ছেলে ও জুয়েল একই গ্রামের জয়নাল শেখের ছেলে। পুলিশ ঘাতক বাসটি আটক করেছে।
এদিকে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে রোগিবাহী একটি এ্যাম্বুলেন্স শিবচরের দত্তপাড়া আসছিল। এ্যাম্বুলেন্সটি ঢাকা-খুলনা মহাসড়কের বন্দরখোলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এ্যাম্বুলেন্সে থাকা সাহেরা বেগম (৭০) সহ ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে সাহেরা বেগমের মৃত্যু হয়। নিহত সাহেরা বেগম উপজেলার দত্তপাড়া ইউনিয়নের খাড়াকান্দি গ্রামের মোখছেদ মোল্লার স্ত্রী।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া নামক স্থানে বাস-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ নারী নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো তিন সিএনজি যাত্রী। গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ টাঙ্গাইল সদর উপজেলার বড় বিন্যাফৈর গ্রামের সোহেল রানার স্ত্রী রনি বেগম (২৬) এবং মৃত তোরাপ আলীর স্ত্রী তারাবানু (৬০)। আহত হয়েছেন সোহেল রানা, অন্তর ও আবুল কাশেম।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা সিএনজি চালিত অটোরিক্সাযোগে ঘাটাইল উপজেলার লোকেড়পাড়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী ২ নারী মারা যান।
বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা জানান, সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। জানা যায়, বৃহস্পতিবার মধ্য রাতে সিলেট-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণগ্রাম এলাকায় পাথর বোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে অপর একটি চলন্ত ট্রাকের সংঘর্ষ হলে চলন্ত ট্রাকের হেলপার মারা যান। অপরদিকে গতকাল শুক্রবার সকালে সাদিপুর এলাকায় যাত্রীবাহি বাস অটোরিকশাকে চাপা দিলে অটোকিশাযাত্রী কলম উল্যা (৫০) আহত হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ