নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় আজ শুরু হচ্ছে তিনদিন ব্যাপী জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। সকাল থেকে খেলা শুরু হলেও বেলা তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন আইএএএফ’র সহ-সভাপতি ও এশিয়ান অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল দাহলান আল হামাদ। এসময় বিশেষ অতিথি থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
এবারের জাতীয় সিনিয়র অ্যাথলেটিক্সে দেশের ৬৪ জেলা, আট বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি ও বিভিন্ন বাহিনীর প্রায় ৫শ’ (পুরুষ-মহিলা) অ্যাথলেট অংশ নিবেন। দুই গ্রæপে ৩৬টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষদের ২২ এবং মহিলাদের ১৪টি ইভেন্ট থাকছে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক এনআরবি কমার্শিয়াল ব্যাংক দিচ্ছে আট লাখ টাকা। বাকি অর্থের যোগান দিতে হচ্ছে ফেডারেশনকেই। বিসিবি ছাড়াও হামাদের দিকেও তাকিয়ে থাকবে ফেডারেশন। কারণ আজকের অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাথলেটিকসের জন্য কিছু ঘোষণাও দিতে পারেন তিনি। হামাদের আসা উপলক্ষ্যে ইলেক্ট্রোনিক স্কোরবোর্ড সংস্কারের প্রাণান্তকর চেস্টা করছেন ফেডারেশনের কর্মকর্তারা। স্টার্টারের জন্যও দৌঁড়ঝাপ করছেন তারা। আগামী রোববার প্রতিযোগিতা শেষ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।