Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়া দলে বুলবুল পুত্র!

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলের ছেলে মাহাদি ইসলাম জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৫ দলে। এর আগে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অনূর্ধ্ব ১৫ দলে খেলেছেন তিনি। সেখানে ভালো খেলাতেই নির্বাচকদের দরজায় করা নাড়ছিলেন বেশ কিছুদিন ধরে। এবার সুযোগটাও মিললো। সামনের আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে খেলবেন তিনি, ‘আমি ভিক্টোরিয়া টিমের হয়ে জাতীয় প্রতিযোগিতায় খেললাম। ওখানে ভালো খেলে আমি অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৫ দলে জায়গা পেলাম। একটা বিশ্বকাপ হবে আফ্রিকাতে। আগস্ট মাসেই। সেটা ইনশাল­াহ খেলতে যাবো।’
একইসাথে জানিয়েছেন বাবা আমিনুল ইসলাম বুলবুলের কাছেই ক্রিকেটের হাতেখড়ি তার, ‘আমি ব্যাটিং বা বোলিং সবকিছুই শিখেছি বাবার কাছ থেকে। মানে ভুলগুলো কি হচ্ছে বা কিভাবে আরও ভালো করা যায় এই ব্যাপারে পরামর্শ দেয় বাবা।’ তবে আশার কথা হচ্ছে অনূর্ধ্ব ১৫ দলে খেলা শেষ করেই দেশে আসবেন বুলবুল পুত্র মাহাদি। লাল সবুজের জার্সি গায়ে খেলার স্বপ্নও দেখেন তিনি। এই ব্যাপারে তার বাবা বুলবুলের মতামত, ‘সময়েরটা সময়ই বলে দিবে। আসলে ওখানে সুযোগ সুবিধা অনেক বেশি খেলাধুলার। ভালো কোচ আছেন, যারা অনেক গভীরে গিয়ে কাজ করেন। সুযোগ সুবিধাটা অবশ্যই বেশি।’



 

Show all comments
  • HIMEL ২৩ ডিসেম্বর, ২০১৭, ২:৪৪ পিএম says : 0
    bulbul vier sonman desher rajnitir karone dite pareni.tai tar seler bideshei kamona korsi.
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ