Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালে বিজেএমসি-আনসার

| প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবলের ফাইনালে ওঠেছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার। গতকাল শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে বিজেএমসি ৩৬-১৪ গোলে পঞ্চগড়কে এবং আনসার ৩০-১৬ গোলে পুলিশকে হারিয়ে ফাইনালে ওঠে। আজ ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি। দুপুর আড়াইটায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
জাতীয় মহিলা সফটবল
স্পোর্টস রিপোর্টার : আট দলের জাতীয় মহিলা সফটবলের খেলা শুরু হয়েছে। গতকাল টুর্নামেন্টের প্রথম দিনেই সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ পুলিশ, আনসার, ঢাকা ও সিরাজগঞ্জ। এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী দিনের খেলায় সিরাজগঞ্জ ১৬-৬ পয়েন্টে ডিসিসি বেসবল-সফটবল ক্লাবকে, ঢাকা ৫-৪ পয়েন্টে গাজীপুরকে, বাংলাদেশ পুলিশ ১২-১ পয়েন্টে নড়াইলকে এবং বাংলাদেশ আনসার ১০-০ পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে হারিয়ে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করে। আজ সকালে সেমিফাইনালে বাংলাদেশ আনসার ও ঢাকা এবং বাংলাদেশ পুলিশ ও সিরাজগঞ্জের বিপক্ষে খেলবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ