মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চলতি বছর বিশ্বজুড়ে সংঘটিত বিভিন্ন দুর্যোগে ক্ষতির পরিমাণ ৩০৬ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে বীমা জায়ান্ট সুইস রে। ক্ষতির এই পরিমাণ গত বছরের চেয়ে ৬৩ শতাংশ বেশি এবং গত কয়েক দশকের গড়ের অনেক উপরে। আর্থিক ক্ষতির পরিমাণ আশঙ্কাজনকহারে বাড়লেও দুর্যোগে প্রাণহানি ও নিখোঁজের সংখ্যায় তেমন হেরফের নেই বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগে এ বছর আমেরিকা অঞ্চলেরই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর মধ্যে আছে দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শক্তিশালী কয়েকটি ঘূর্ণিঝড়ের আঘাত, মেক্সিকোতে ভূমিকম্প এবং ক্যালিফোর্নিয়ার দাবানল। দুর্যোগে এ বছর নিখোঁজ ও নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে বলেও সুইস রে-র ভাষ্য, যা ২০১৬-র কাছাকাছি। সুইস রে-র অঙ্গ প্রতিষ্ঠান সিগমার এক প্রতিবেদনে দুর্যোগের কারণে চলতি বছর ক্ষতিগ্রস্ত বীমার পরিমাণ ১৩৬ বিলিয়ন ডলারে দাঁড়াবে বলে জানানো হয়েছে। এই অংক গত বছরের দ্বিগুণ এবং এক দশকের মধ্যে ‘তৃতীয় সর্বোচ্চ’, বলছে তারা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।