Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউপিতে সাধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : কথিত ধর্মগুরু রাম রহিমের পর এবার ভারতের উত্তরপ্রদেশ (ইউপি) রাজ্যের একটি আশ্রমের সাধু স্বামী সচ্চিদানন্দের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার ওই আশ্রমের দুই নারী সাধ্বী স্থানীয় থানায় এ অভিযোগ করেছেন। তাঁদের অভিযোগ, আশ্রমের প্রধান স্বামী সচ্চিদানন্দসহ তিনজন সাধু মিলে ওই দুই সাধ্বীকে দশ দিন ধরে আশ্রমের একটি নির্জন কক্ষে আটকে রেখে গণধর্ষণ করে। আর এ কাজে সহায়তা করতেন আশ্রমেরই কয়েকজন সাধ্বী। এই সাধুরা আশ্রমে মহন্ত নামে পরিচিত। ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই আত্মগোপনে গেছেন স্বামী সচ্চিদানন্দ ও তাঁর দুই সহযোগী প্রচেতানন্দ ও বিশ্বানন্দ। পুলিশের ভাষ্য, ২০০৮ সাল থেকে আশ্রমে থাকতেন ওই দুই সাধ্বী। এনডিটিভি, পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ