মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার সশস্ত্র বাহিনীর আর্মার্ড ট্যাংক ও অ্যাটাক হেলিকপ্টার ইউনিট গত কয়েকদিন ধরে আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে তৎপরতা বৃদ্ধি করেছে। এর মাধ্যমে মধ্য এশিয়ায় মস্কোর সামরিক উপস্থিতি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাশিয়ার সরকারি সূত্র মতে, তাজিক সীমান্ত নিরাপত্তা বাহিনীর সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টা জোরদার করতে রাশিয়া সেখানে ভারী সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে। তাজিকিস্তানে পাঠানো রাশিয়ার সামরিক সরঞ্জামের তালিকায় আছে টি-৭২ যুদ্ধ ট্যাংক, বিএমপি-২ পদাতিক বাহিনীর সামরিক যানবাহন, বিটিআর-৮০ সাঁজোয়া যান, এমআই-৪ এ্যাটাক হেলিকপ্টার এবং ডি-৩০ কামান। তাজিকিস্তান রুশ নেতৃত্বাধীন মধ্য এশীয় সামরিক সহযোগিতা সংগঠন ‘কালেকটিভ সিকিউরিটি অর্গানাইজেশন’র একটি সক্রিয় সদস্য। আইএসের মতো সিরিয়া ও ইরাকে পরাজিত সন্ত্রাসী গ্রæপগুলো মধ্য এশীয় দেশগুলো (মূলত আফগানিস্তানে) ঘাঁটি গাড়ার চেষ্টা করছে বলে রিপোর্ট প্রকাশের পর থেকে মস্কো সামরিক-কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে বারবার উদ্বেগ প্রকাশ করে আসছে। এর মধ্যেই তাজিকিস্তানে রাশিয়ান সেনাবাহিনীর আক্রমণাত্মক শক্তি মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হলো। স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পর থেকে তাজিকিস্তানে একটি বড় আকারের সামরিক ঘাঁটি পরিচালনা করছে রাশিয়া। এখানে সাত হাজার মোটরচালিত রাইফেলধারী সেনা ও তাদের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম রয়েছে। তাস নিউজ, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।