Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

জয়ের ব্যাপারে আশাবাদী জাপার মোস্তফা

রংপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১১:২৫ এএম

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী হওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।
আজ বৃহস্পতিবার ৯টা ২১ মিনিটে নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়ে তিনি একথা জানান।
সাংবাদিকদের মোস্তফা বলেন, ‘জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এখনও পর্যন্ত নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। কোনও ধরনের অস্বস্তিকর পরিস্থিতির খবর পাইনি। উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত হলে রংপুরকে মডেল নগরীতে পরিণত করবো। আমার তিনটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করবো। প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে- নগরীর যানজট নিরসন, ঐতিহাসিক শ্যামাসুন্দরী খাল পুনঃখনন এবং নগরীর রাস্তাঘাট সংস্কার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপার মোস্তফা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ