Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কোন মূল্যে জয় চায় রিয়াল

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : অন্তঃত বার্নাব্যু ভক্তরা সার্জিও রামোসের কথায় দ্বিমত পোষণ করবেন না। করার উপায়-ই বা কোথায়Ñ শনিবারের মহারণে হারলেই চিরপ্রতিদ্ব›দ্বী বার্সেলোনার যে পিছিয়ে পড়বেন ১৪ পয়েন্টে!
হ্যাঁ, দুই দিন বাদেই মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠ সানতিয়াগো বার্নাব্যুতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর সেই ম্যাচকে সামনে রেখে মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস বলেছেন, লা লিগায় টিকে থাকতে হলে অন্য যেকোন সময়ের তুলনায় এবার বার্সার বিপক্ষে জয়টা অত্যন্ত জরুরি।
এই ম্যাচের আগে স্প্যানিশ ও ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের তুলনায় লা লিগা টেবিলে কাতালান জায়ান্টরা ১১ পয়েন্টে এগিয়ে থেকে মাঠে নামবে। সে কারনে কিছুটা হলেও আত্মবিশ^াসী মনোভাব বার্সার খেলোয়াড়দের মধ্যে থাকবে। বার্সার তুলনায় এক ম্যাচ কম খেললেও রামোস খুব ভালমতই বার্সেলোনার বিপক্ষে পরাজয়ের পরিণতিটা বুঝতে পারছেন। এ সম্পর্কে রিয়াল অধিনায়ক বলেন, ‘এটা একটি দারুণ ম্যাচ হতে যাচ্ছে। এল ক্ল্যাসিকো সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এটা সম্পূর্ণই ভিন্ন। আর বিশে^র সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই পরিস্থিতিতে অন্য যেকোন সময়ের তুলনায় এবারের জয়টা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আর একমাত্র এর মাধ্যমেই আমরা লা লিগায় টিকে থাকতে পারবো।’ স্প্যানিশ ডিফেন্ডার বলেন, ‘ক্লাব বিশ^কাপে শিরোপা জয়ের পরে আমরা দারুন ফর্মে আছি। আর এটা দলকে মানসিক ভাবেও চাঙ্গা করে তুলেছে। এই সপ্তাহে আমরা বেশ কঠোর পরিশ্রম করেছি। আমরা ম্যাচটি খেলার জন্য মুখিয়ে আছি। আশা করছি ঘরের মাঠে তিন পয়েন্ট নিয়েই আমরা টিকে থাকবো।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ