Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ.কোরিয়াকে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র : ম্যাকমাস্টার

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্রের সব সুযোগ বিবেচনায় রয়েছে বলে এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছিলেন সাক্ষাৎকারে ম্যাকমাস্টার তারই পুনরাবৃত্তি করেন। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ কি না জানতে চাইলে ট্রাম্পের এই উপদেষ্টা বলেন, আমরা অবশ্যই সেটা চাই। তবে আমরা শান্তিপূর্ণ প্রস্তাবে প্রতিশ্রুতিবদ্ধ নই- আমরা একটি প্রস্তাবের জন্য প্রতিশ্রুতিদ্ধ। উত্তর কোরিয়াকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধে বাধ্য করা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। তবে প্রেসিডেন্ট যেহেতু বলেছেন সব বিকল্প বিবেচনায় রয়েছে, সেহেতু প্রয়োজন পড়লে উত্তর কোরিয়াকে তাদের শাসকদের সহযোগিতা ছাড়াই নিরস্ত্রীকরণ মানতে বাধ্য করা হবে। সাক্ষাৎকারে ম্যাকমাস্টার পরিষ্কারভাবেই উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ