মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন তার ফলে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে। গতক মঙ্গলবার রাতে ইরানের বিপ্লবী সাংস্কৃতিক উচ্চ পরিষদের বৈঠকে তিনি এ মন্তব্য করেন। রুহানি বলেন, গত কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যজুড়ে উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর তান্ডবের কারণে জেরুজালেমের ওপর ইহুদিবাদীদের দখলদারিত্বের বিষয়টি চাপা পড়ে গিয়েছিল। মুসলমানদের প্রথম ক্বেবলা আল-আকসা মসজিদের শহর জেরুজালেম সম্পর্কে ট্রাম্পের বিতর্কিত ঘোষণার ফলে ফিলিস্তিন ইস্যু আবার মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যার স্থানে ফিরে এসেছে বলে তিনি মন্তব্য করেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, মুসলিম বিশ্বের সামনে ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব থেকে মুক্তি দেয়ার মতো আর কোনো সমস্যা নেই। তিনি আরো বলেন, ‘ট্রাম্পের ঘোষণার পর আমরা ফিলিস্তিনিদেরকে নতুন করে ইন্তিফাদা আন্দোলন শুরু করতে দেখছি।’ সারাবিশ্বের বিরোধিতা উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।