Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উ.কোরিয়া ইস্যুতে সম্মেলন করছে কানাডা ও যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কানাডা ও যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক সঙ্কট ইস্যুতে অগ্রগতির লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনের ঘোষণা দিয়েছে। এ সম্মেলনে জাপান ও দক্ষিণ কোরিয়াও অংশ নেবে। গতকাল বুধবার এএফপি এক প্রতিবেদনে জানায়, আগামী ১৬ জানুয়ারি ভ্যাঙ্কুবারে পররাষ্ট্রমন্ত্রীদের এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, এই সঙ্কটের একটি কূটনৈতিক সমাধান জরুরি এবং তা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। কানাডা ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত উত্তর কোরিয়ার পরমাণু সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজে পাওয়ার লক্ষ্যেই সম্মেলনটি আয়োজন করা হচ্ছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ