Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিহারে রেলস্টেশনে নকশালীদের হামলা

| প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলায় জামালপুর-কিউল রুটের মসুদান রেলস্টেশনে নকশালীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানায়, গত মঙ্গলবার গভীর রাতে ওই স্টেশনে ভাঙচুর চালানো হয়। হামলার একপর্যায়ে নকশালীরা স্টেশনে আগুন দেয়। আগুনে স্টেশনের মূল্যবান সম্পদ পুড়ে যাওয়ার পাশাপাশি বন্ধ হয়ে যায় সিগন্যাল ব্যবস্থা। নকশালীরা ওই স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুকেশ কুমার ও এক রেলকর্মীকে অপহরণ করে নিয়ে যায়। তাদের দাবি ওই পথে ট্রেন চালানো যাবে না। রেল কর্তৃপক্ষ বুধবার সকালে ট্রেন চালানো শুরু করলে নকশালীরা অপহৃত দুই রেলকর্মীকে হত্যার হুমকি দেয়। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ