মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত দুই সাংবাদিককে দ্রæত মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। গত মঙ্গলবার তারা এ দাবি জানায়। মিয়ানমার গত সপ্তাহে তাদেরকে গ্রেফতার করে। রয়টার্সে কর্মরত সাংবাদিক ওয়া লন (৩১) ও কিয়াও সোয়ে উকে (২৭) হঠাৎ করে গ্রেফতার করায় মিয়ানমারে গণমাধ্যমের স্বাধীনতা হরণের ব্যাপারে এক ধরনের শঙ্কা ছড়িয়ে পড়েছে। এদিকে দেশটির অং সান সুকির বেসামরিক সরকার মানবাধিকার লঙ্ঘন প্রশ্নে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে। এ দুই সাংবাদিকের বিরুদ্ধে উপনিবেশ শাসনামলের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় মামলা দায়ের করা হয়। তাদের বিরুদ্ধে রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনী সম্পর্কিত তথ্য প্রকাশ করার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, এ অঞ্চলে রোহিঙ্গা মুসলমানের ওপর ব্যাপক দমনপীড়ন চালানোর জন্যে সামরিক বাহিনীকে দায়ী করা হচ্ছে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।