Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

হ্যাটট্রিকের হাতছানি খুলনার

শেষটায়ও নেই মাশরাফি-সাকিবরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাতীয় দলের ব্যস্ত সূচীর পর বিপিএল- দীর্ঘ সময় কাটিয়ে আবারও আজ থেমে মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডের খেলা। আজ সকাল সাড়ে ৯টায় চারটি ভেন্যুতে এক যোগে লিগের শেষ রাউন্ডে অংশ নিবে আটটি দল। এরই মধ্যে দলগুলো পৌঁছে গেছে তাদের ম্যাচ ভেন্যুতে। শেষ রাউন্ডের খেলাও মিরপুর শের-ই-বাংলায় হচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য মাঠ প্রস্তুত করবে বিসিবি। তাই আগেভাগেই টুর্নামেন্ট কমিটিকে জানিয়ে দিয়েছে মিরপুর শের-ই-বাংলা দেওয়া সম্ভব না। সাভারের বিকেএসপি বাদে রাজশাহী, সিলেট ও চট্টগ্রামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
মূল মঞ্চে মাঠে নামার আগে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে দলগুলো। সাভারের বিকেএসপিতে মাঠে নামছে খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। খুলনা বিভাগের ক্রিকেটাররা গতকাল বিকেলে রিপোর্টিং করেছে। মিরাজ-মুস্তাফিজ-সৌম্য-বিজয়দের নিয়ে মাঠে নামবে খুলনা বিভাগ। ঢাকা বিভাগের খেলোয়াড়রা সকালে রিপোর্টিংয়ের পর দুপুরে বিকেএসপিতে অনুশীলন করেছে। খুলনা বিভাগের অনুশীলন শুরু হয়েছে বেলা ৩টায়। টানা হ্যাটট্রিক শিরোপা উৎসবের সব আবহ তৈরী ছিল খুলনার। লিগের পঞ্চম রাউন্ডে রাজশাহীতে বরিশালের বিপক্ষে জয়ের সব উপলক্ষ্যই তৈরি ছিল রাজ্জাকের দলটির। পঞ্চম রাউন্ড শেষে টানা তৃতীয়বার আর জাতীয় লিগে সর্বোচ্চ ৬ বার শিরোপা জেতা হয়ে জেতো খুলনার। কিন্তু বরিশালের ব্যাটসম্যানদের দৃঢ়তায় এক ম্যাচ হাতে রেখে খুলনার শিরোপা উৎসব করা হয়নি। তবে শেষ রাউন্ডে আরও শক্তিশালী হয়ে শিরোপা উৎসবের সব উপলক্ষ্য প্রস্তুত করে রেখেছে দলটি। ঢাকার বিপক্ষে খুলনা ম্যাচটি ড্র করলেই চ্যাম্পিয়নের মাল্য গলায় জড়াবেন রাজ্জাকরা।
ঢাকা মেট্রোর হয়ে খেলবেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। আছেন মোহাম্মদ আশরাফুল। তাদের প্রতিপক্ষ রাজশাহী বিভাগ। এক ম্যাচ হাতে রেখে পঞ্চম রাউন্ড শেষে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থানে আছে রাজশাহী। শেষ ম্যাচ তাই অনেকটাই তাদের জন্য আনুষ্ঠানিকতা। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত হচ্ছে রাজশাহী বিভাগ। রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামের নেটে দুই দল আজ অনুশীলন করেছে। তবে কুয়াশার কারণে সকালের পরিবর্তে দুপুরে অনুশীলন করেছে ঘরের দল রাজশাহী।
রংপুর ও বরিশাল বিভাগের ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুই দল এরই মধ্যে চট্টগ্রামে পৌঁছা গেছে। দুপুরে দুই দলই চট্টগ্রামে অনুশীলন করেছে বলে জানিয়েছেন দুই দলের ম্যানেজাররা। বরিশালের হয়ে শেষ রাউন্ডে দলকে নেত্ত্বৃ দিবেন জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বী। এছাড়া বিপিএল মাতানো সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস খেলবেন বরিশালের জার্সিতে। রংপুরের হয়ে মাঠে নামবেন আরিফ্রল হক, নাসির হোসেন, লিটন দাস ও নাঈম ইসলামরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ। দ্বিতীয় স্তরে দুই দলের প্রথম স্তরে উন্নীত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই দুই দলের ম্যাচটি অনেকটাই শ্রেষ্ঠত্বের লড়াই। চট্টগ্রামের হয়ে এ ম্যাচে মুমিনুল হক খেললেও তামিম ইকবালের খেলার কোনো সম্ভাবনা নেই। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট নেওয়া পেসার আবু জায়েদ রাহী সিলেটের হয়ে খেলবেন।
লিগের প্রথম পাঁচ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের সেভাবে দেখা না গেলেও, শেষ রাউন্ডে জাতীয় দলের ক্রিকেটারদের পদচারণায় উত্তাপ ছড়াতে প্রস্তুত এনসিএল। ছয় বছর পর ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামবেন তাসকিন আহমেদ, যা আগেই নিশ্চিত করেছেন তাসকিন নিজে। তবে লিগের শেষ রাউন্ডেও দলের সঙ্গী হতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সদস্য সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহরা। সাকিব আল হাসান ও তামিম ইকবাল টি-টেন লিগ খেলে এখনও সংযুক্ত আরব আমিরাতে। তারা যে থাকছেন না সেটা প্রায় নিশ্চিত। পারিবারিক কাজে ছুটিতে থাকবেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া বিপিএলের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্যস্ত থাকবেন পরিবার নিয়ে। জানা গেছে, স্ত্রী ও সন্তানদের চিকিৎসা করাতে ভারত যাবেন মাশরাফি। জাতীয় দলের এ পাঁচ ক্রিকেটার বাদে অন্য সবাই ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে অংশ নেবেন।

শেষ রাউন্ডের আগে টেবিল
১ম স্তর
দল ম্যাচ জয় হার ড্র পরি. পয়েন্ট
খুলনা ৫ ১ ০ ৪ ০ ১৬
ঢাকা ৫ ০ ০ ৫ ০ ১০
রংপুর ৫ ০ ০ ৫ ০ ১০
বরিশাল ৫ ০ ১ ৪ ০ ৮

২য় স্তর
দল ম্যাচ জয় হার ড্র পরি. পয়েন্ট
রাজশাহী ৫ ২ ০ ৩ ০ ২৩
সিলেট ৫ ১ ১ ১ ২ ১২
চট্টগ্রাম ৫ ০ ১ ৩ ১ ৮
ঢাকা মেট্রো ৫ ০ ১ ৩ ১ ৮



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ