Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাবি রির্পোটার : রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের আত্মপ্রকাশের পেছনে স্বপ্ন ও প্রত্যাশা ছিল অর্থনৈতিক ও সামাজিক শোষণ থেকে মুক্তি, গণতান্ত্রিক অধিকার ও আত্মনির্ভরশীলতার অঙ্গিকার। মূলত পাকিস্তানের দুই অংশের চরম আর্থসামাজিক বৈষম্যের কারণেও বেগবান হয়েছিল এদেশের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন বাংলাদেশের পথচলা শুরু হয় আলো-আধারের মধ্যদিয়ে। আলোর দিকটি ছিল বাংলাদেশের জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরাধীনতা থেকে মুক্তির অদম্য আকাক্সক্ষা। মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের মাধ্যমে সেটি পূরণ হয়। আর আঁধারের দিকটি ছিল বাংলাদেশকে একটি দারিদ্রপীড়িত ও ভঙ্গুর অর্থনীতির হাল ধরতে হয়। কিন্তু বঙ্গবন্ধুর দৃঢ়চেতা নেতৃত্বে শত প্রতিকূলতার মধ্যদিয়ে জাতি এগিয়ে যায় তার কাঙ্খিত লক্ষ্যের দিকে। উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে চলেছে অপার সম্ভাবনার বাংলাদেশ। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর তাহলেই প্রশস্ত ও মসৃণ হবে লাখো শহীদের স্বপ্নমাখা স্বপ্নের ‘সোনার বাংলা’ অর্জনের পথ। গতকাল বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের হীরক জয়ন্তী ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় দ্বি-বার্ষিক সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মিলন উদ্বোধনী অনুষ্ঠানের আগে সকালে অর্থনীতি বিভাগের সামনে থেকে কাজী নজরুল ইসলাম মিলনায়তন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। এছাড়া অ্যাসোসিয়েশনের নতুন কমিটিও গঠিত হয়। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে বিভাগের হীরক জয়ন্তী ও সম্মিলন স্মারক উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। এতে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর এম রফিকুল ইসলাম এবং অ্যাসোসিয়েশন পরিচিতি ও কর্মকান্ড সম্পর্কে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
সম্মিলনের দ্বিতীয় দিনে শনিবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে একটি একাডেমিক অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এর প্রাক্তন মহাপরিচালক প্রফেসর ড. মোস্তফা কামাল মুজেরীর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করবেন অর্থনীতি বিভাগের প্রফেসর এ এন কে নোমান।
দুই কৃতী ছাত্র সংবর্ধিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে প্রশাসন। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে বাংলাদেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ