মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : চীনের একজন সাবেক জেনারেল হুঁশিয়ারি প্রকাশ করে বলেছেন, যে কোন সময় কোরিয়ান উপদ্বীপ অঞ্চলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ। নানজিং মিলিটারি এরিয়ার সাবেক ডেপুটি কমান্ডার সাবেক লেফটেন্যান্ট জেনারেল ওয়াং হক্সগুয়াং গত শনিবার গেøাবাল টাইমস ফোরামের এক আলোচনায় ওই সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন, চীনের উচিৎ দেশটির উত্তর-পূর্ব সীমান্তে সৈন্য জড়ো করা। কারণ, এখন থেকে আগামী বছরের মার্চ মাসের মধ্যে যে কোন সময়ে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। তাই চীনের উচিৎ কোরিয়ান উপদ্বীপে সম্ভাব্য যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা। আর সেজন্যেই উত্তর-পূর্ব সীমান্তে সৈন্য জড়ো রাখা দরকার। চীনের এ ধরণের প্রস্তুতি যুদ্ধে অংশ নেয়ার জন্য নয় বরং প্রতিরক্ষা নিশ্চিত করণের জন্যে প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। আরেকজন সামরিক বিশেষজ্ঞ এবং টিভি ধারাভাষ্যকার সইং ঝংপিং বলেছেন, চীনের উচিৎ ক্ষেপণাস্ত্ররোধী প্রযুক্তি স্থাপন করা এবং সম্ভাব্য যুদ্ধে আক্রান্ত শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়ে প্রস্তুতি নেয়া। তিনি সবাইকে সতর্ক করে বলেন, যুদ্ধে বেধে গেলে ভয়াবহ পারমাণবিক সঙ্কট তৈরি হবে। আণবিক বোমা ব্যবহারের ফলে সৃষ্টি হবে ভূমিক¤প। আরো বলেন, যদি যুদ্ধে যুক্তরাষ্ট্র কোরিয়ান উপ্লীপে চীনের স্বার্থে আঘাত করে- এমন কোন সিদ্ধান্ত নেয় তবে, প্রতিরক্ষা সংক্রান্ত কারণে চীন’কেও যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে। প্রসঙ্গত, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং দক্ষিণ কোরিয়ার সমর্থক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রা¤েপর মধ্যকার চলমান বাদানুবাদের প্রেক্ষিতে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, স্পর্শকাতর পারমাণবিক তথ্য ফাঁস করার অভিযোগে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রকল্পের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এ কথা জানানো হয়েছে জাপানের পত্রিকা আসাহি শিম্বুন-এ। ওই কর্মকর্তা উত্তর কোরিয়ার পারমাণবিক স্থাপনা নির্মাণের দায়িত্বে (ইনচার্জ) ছিলেন। এ খবর দিয়েছে ফ্লোরিডাভিত্তিক বার্তা সংস্থা ইউপিআই। উত্তর কোরিয়ার একজন সাবেক সেনা কর্মকর্তা বলেন, অসমর্থিত তথ্য অনুযায়ী, ব্যুরো ১৩১ নামের পারমাণবিক প্রকল্পের একজন পরিচালককে স¤প্রতি তার পদ থেকে অপসারণ করা হয়। ইয়াহু নিউজ, আসাহি শিম্বুন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।