মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সেনাবাহিনীর রাবার বুলেটে অন্তত ১৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গত সোমবার জেরিকো শহরের আইন আল-সুলতান শরণার্থী শিবিরে এই সহিংসতার ঘটনা ঘটে। আহত হওয়া ছাড়াও টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েছে আরও তিনজন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি সেনাদের নিরাপত্তা বলয়ের মাধ্যমে কয়েকজন ইহুদি প্রবেশ করার পর সহিংসতার শুরু হয়। এরপর গুলি চালায় সেনারা। প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলি রাজধানী স্বীকৃতি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিন তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে আনারও ঘোষণা দেন। তার এই ঘোষণায় সারাবিশ্বজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনে বিক্ষোভ দিন দিন বাড়ছেই। সহিংসতায় এখন পর্যন্ত ৮জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েক শতাধিক। মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।