Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিলিস্তিনিদের জন্য ২০ লাখ পাউন্ড সহায়তা স্পেনের

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ফিলিস্তিনি শরণার্থীদের সাহায্যের জন্য জাতিসংঘ ত্রাণ ও সহযোগিতা সংস্থাকে ২০ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে স্পেন সরকার। জাতিসংঘ রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সির (ইউএনআরডবিøউএ) পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, স্প্যানিস আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার মাধ্যমে স্পেন সরকার ইউএনআরডবিøউএ’কে ২০ লাখ পাউন্ড দিয়েছে। এই অর্থ প্রায় ৫৩ লাখ ফিলিস্তিনি অভিবাসীর স্বাস্থ্য ও ৫ লাখ শিশুর শিক্ষায় ব্যয় করা হবে। গত সপ্তাহে ইসরাইল-ফিলিস্তিন সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সহায়তা করতে অংশীদার ও দাতাদের প্রতি অনুরোধ জানায় সংস্থাটি। ইউএনআরডবিøউএ’র তথ্যমতে, ২০০৭ সাল থেকে স্প্যানিস সরকার সংস্থাটিকে ৯ কোটি ৪৪ লাখ পাউন্ড অর্থ সহায়তা দিয়েছে। সংস্থাটি ফিলিস্তিনি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। কয়েক বছর ধরে প্রতিষ্ঠানটি তহবিল সংকটে ভুগছে। আনাদোলু, মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ