নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সর্বশেষ জাতীয় লিগে খেলেছিলেন সেই ২০১১ সালে। এরপর গত ছয় বছরে বিপিএল ছাড়া আর কোন ঘরোয়া ক্রিকেট লিগে দেখা যায়নি তাসকিন আহমেদকে। অবশেষে ছয় বছর পর চলতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ডে ঢাকা মেট্রোর হয়ে মাঠে নামছেন জাতীয় দলের তরুন এই পেসার। এতদিন খেলতে না পারার কারণ হিসেবে নিজের ফিটনেসকেই দায়ী করে তাসকিন বলেন, ‘আমার হাটুঁর ইনজুরির কারণে দেড় বছর মূলত খেলার সুযোগ পাইনি। তাছাড়াও জাতীয় দলের শিডিউলের কারণেও খেলতে পারিনি। আমি শেষ চার দিনের ম্যাচ খেলেছিলাম ২০১১ সালের শেষ দিকে। পিংক বলে ডে-নাইট যে ফাইনালটি হয়েছিল সেটিতে। এর পর এবারই খেলব।’
এর আগে বারবারই গুঞ্জন উঠছিল, তাসকিন জাতীয় লিগ না খেলায়ই পারফরম্যান্সের উন্নতি করতে পারছেন না। হয়তো সেই গুঞ্জনের কারণেই কিংবা নিজের পারফরম্যান্সের উন্নতি করার জন্যই জাতীয়ে লিগে ফিরছেন এই পেসার। তবে সেটিকে গুঞ্জন বলেই উড়িয়ে দিতে চাইলেন তাসকিন। ঘরোয়া লিগটাকে বেশ মিসও করতেন বলে জানান এই গতি তারকা। জানালেন, খেলতে না পারলেও নিয়মিত যে খোঁজ-খবর রাখতেন লিগগুলোর, ‘আমি ঘরোয়া ক্রিকেটটা বেশ মিস করতাম। সব সময় চেয়েছি ঘিরোয়া ক্রিকেটে ফিরতে। খেলতে না পারলেও নিয়মিত খোঁজ-খবর রেখেছি। অবশেষে ডাক পেলাম। এবার ধারাবাহিকতা থাকবে কি না ঘরোয়া লিগে? এমন প্রশ্নের জবাবে তাসকন জানালেন, ‘ইনজুরি আর জাতীয় দলের শিডিউল না থাকলে এবার থেকে ধারাবাহিকভাবেই খেলতে চাই।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।