Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম



বড় জয়ে সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। রোববার কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তহুরা খাতুনের হ্যাটট্রিকে স্বাগতিকরা ৬-০ গোলে বিধ্বস্ত করে নেপালকে। দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষেও জয়ের ধারায় থাকতে চায় শিরোপা প্রত্যাশি বাংলাদেশ। আজ সকাল সাড়ে ১১টায় কমলাপুর স্টেডিয়ামে বাংলাদেশ-ভুটান ম্যাচটি শুরু হবে। একই ভেন্যুতে দুপুর আড়াইটায় দিনের দ্বিতীয় ম্যাচে আরেক শিরোপা প্রত্যাশি ভারতের মুখোমুখি হবে নেপাল।
ভুটান ম্যাচেও বড় জয় তুলে নেয়ার ব্যাপারে আশাবাদি বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ কিশোরী দলের কোচ গোলাম রব্বানী ছোটন। কারন এই ম্যাচ জিততে পারলেই ফাইনালের টিকিট নিশ্চিত হবে স্বাগিতকদের। তবে ভুটানকে হালকাভাবে নিচ্ছে না স্বাগতিকরা। গতকাল এমনটাই জানান কোচ ছোটন। তিনি বলেন, ‘ভুটান প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও তাদেরকে আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না। আমরা তাদের জন্য অপেক্ষাকৃত শক্ত প্রতিপক্ষ হলেও তারাও শক্তিশালী দল। এ ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, ভুটানকে হারাতে পারলে আমাদের ফাইনালে খেলা অনেকটা নিশ্চিত হয়ে যাবে। তাই ম্যাচটিকে আমরা সেমিফাইনালের লড়াই হিসেবেই নিচ্ছি।’
প্রথম ম্যাচে নেপালকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। অন্যদিকে নেপালের মতো হার দিয়ে শুরু হয়েছে ভুটানেরও। ভারতের কাছে ৩-০ গোলে হেরেছিল তারা। তবে নেপালকে উড়িয়ে দিয়ে আতœতৃপ্তিতে ভুগছেন না স্বাগতিক দলের কোচ। তাই এ ম্যাচেও শিষ্যদের আক্রমনাতœক ফুটবল খেলাতে চান তিনি। জিততে পারলে চার দলের টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হবে লাল-সবুজদের। বড় জয় পেলে সেটা হবে বাড়তি পাওয়া। এই ম্যাচ জিততে আক্রমণাতœক খেলার ছক কষছেন কোচ। ছোটন আরও বলেন, ‘নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে তহুরারা যেভাবে খেলেছে, ভুটানের বিপক্ষেও সেই আক্রমণাতœক ফুটবল খেলবে তারা। আমি তাদের বলেছি, তোমরা নিজেদের সেরাটা দিয়ে লড়বে।’
ভুটান ম্যাচকে সামনে রেখে কাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন অ্যাস্ট্রোটার্ফে ৫০ মিনিট অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে কোচ বলেন, ‘নেপালের বিপক্ষে একটা কঠিন ম্যাচ ছিল। কাল (আজ) আবার আরেকটি ম্যাচ। এ কারণে মূলত রিকোভারির দিকেই বেশি দৃষ্টি দেয়া হয়েছে অনুশীলনে। দলের সবাই সুস্থ আছে। কোনো ইনজুরি সমস্যা নেই।’ আগের ম্যাচে বেশ ক’টি গোলের সুযোগ নষ্ট হয়েছিল। তা যদি না হতো তাহলে আরও বড় ব্যবধানে জয় আসতো। প্র প্রসঙ্গে ছোটন বলেন, ‘আগের ম্যাচে আমরা বেশ কিছু গোল মিস করেছি, সেটা নিয়ে কাজ করেছি। তবে ওই ম্যাচ নিয়ে আমরা ভাবছি না। এখন আমাদের ভাবনায় কেবলই ভুটান ম্যাচ।’
চার দলের এই টুর্নামেন্টে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দু’দল শিরোপা নির্ধারণী ম্যাচ খেলবে। এক ম্যাচ শেষে ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ