Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উইন্ডিজকে স্বপ্ন দেখাচ্ছে গেইলের ফর্ম

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শুধুমাত্র ব্যাটিং লাইনআপের কারণেই নিউজিল্যান্ডের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে। রাত পোহানোর আগেই শুরু হচ্ছে দুই দলের ওয়ানডে সিরিজ। তিন ম্যাচের সিরিজের ক্যারিবীয়নদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে মাস্টার বøাস্টার ক্রিস গেইলের ব্যাট হাতে দুর্দান্ত ফর্ম।

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লীগে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা গেইল ইতোমধ্যেই ওয়ানডে দলে যোগ দিয়েছেন। টুর্নামেন্ট সেরা গেইলের ব্যাটিং তান্ডবেই বিপিএল’এ রংপুর রাইডার্স প্রথমবারের মত শিরোপা অর্জনের কৃতিত্ব দেখায়। ফাইনালে মাত্র ৬৯ বলে ১৮টি ওভার বাউন্ডারির সাহায্যে গেইল অপরাজিত ১৪৬ রান সংগ্রহ করেছিলেন। আর তার এই ব্যাটিংয়ে ভর করে রংপুর বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে পরাজিত করে শিরোপা জয় করে। ফাইনালে শেষে ৩৮ বছর বয়সী গেইল গণমাধ্যমে বলেছিলেন তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যান।
বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের নবম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে ইনজুরির কারনে খেলছেন না ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস (আঙ্গুল), সুনীল আমব্রিস (কনুই) ও বোলার আলজারি জোসেফ (পিঠ)।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ