মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী মার্চ মাসে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সোমবার থেকে এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এই নির্বাচনে ২০২৪ সাল পর্যন্ত চতুর্থ মেয়াদে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হবেন বলে ব্যাপক ভাবে প্রত্যাশা করা হচ্ছে। রুশ পার্লামেন্টের ঊচ্চ কক্ষ ফেডারেশন কাউন্সিল আগামী ১৮ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বলে সরকারি সংবাদপত্র রোসিয়স্কায়া গেজেট জানায়।
পুতিন এবার বিজয়ী হলে জোসেফ স্ট্যালিনের পর তিনি রাশিয়ার সবচেয়ে দীর্ঘতম শাসক। ২০০০ সালে প্রথমবারের মতো পুতিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তিনি সম্ভবত এবারও বৈতরণী পার হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচনের পূর্বাভাসে ফলাফল এমন হতে পারে বলে বিশ্লেষকরা মনে করেন। তারা বলেন, তবে এবারের নির্বাচনে খুবই স্বল্প সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।