মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রায় ১১ ঘণ্টার বিপর্যয় ও ভোগান্তির পর যুক্তরাষ্ট্রের আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরের বিদুৎ সংযোগ আবারও স্বাভাবিক হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতের ঠিক আগে আগে বিমানবন্দরের বাতিগুলো জ্বলে উঠে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর মধ্য দিয়ে বিমানবন্দরে আটকে পড়া হাজার হাজার যাত্রীর মনে স্বস্তি ফিরে এসেছে বলে উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিশ্বের ব্যস্ততম বিমাবন্দর।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন দুই লাখ ৫০ হাজারের বেশি মানুষ এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন এবং প্রায় দুই হাজার ৫০০টি বিমান ওঠা-নামা করে। কিন্তু রবিবার দুপুর থেকে সেখানে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি জর্জিয়া পাওয়ার জানায়, তাদের ধারণা, ভূগর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় লাগা আগুনের কারণে এ ঘটনা ঘটেছে, তবে আগুন লাগার কারণ তাদের জানা নেই। বিদ্যুৎ না থাকায় বিমানবন্দরের আংশিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। রবিবার ১০০০ এরও বেশি ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাত্রীদেরকে বিমানবন্দরের অন্ধকার টার্মিনাল এবং বিমানের ভেতরেই বসে থাকতে হয়।
প্রায় ১১ ঘণ্টা পর রবিবার মধ্যরাতে জ্বলে উঠে আলো। সিএনএন জানায়, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার পর পরই যাত্রীরা আবারও সিকিউরিটি স্ক্রিনিং এর জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ান। তবে সোমবারও ৪০০টি ফ্লাইট বাতিল করার কারণে যাত্রীদের ভোগান্তি আরও কিছুটা সময় থাকবে বলে মনে করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।