Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রক্টর আনোয়ার কারাগারে, উত্তপ্ত চবি ক্যাম্পাস

চবি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ৪:৪৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যা মামলার আসামি প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ চবি ক্যাম্পাসে বিক্ষোভ করছে চবি ছাত্রলীগের সদ্যবিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপু ও নাছির গ্রুপের অনুসারীরা। প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয় এবং বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এতে বিশ্ববিদ্যালয়ের ট্রেন ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আজ দুপুরে দিয়াজ হত্যা মামলার আসামি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। উচ্চ আদালতের ২২ সপ্তাহের জামিন শেষে তিনি চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম মুন্সী মশিয়ার রহমানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রক্টর আনোয়ার হোসেনকে কারাগারে পাঠায় আদালত। গত বছরের ২০ নভেম্বর নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় দিয়াজের লাশ পাওয়া যায়। পরে তার পরিবারের পক্ষ থেকে প্রক্টর আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আলমগীর টিপুসহ ১০ জনকে আসামি করে মামলা করেন দিয়াজের বোন এডভোকেট জুবাইদা ছরওয়ার চৌধুরী নিপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চবি ক্যাম্পাস
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ