Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অটিজম আক্রান্ত শিশুদের নৃত্য পরিবেশন

প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, সায়েন্টিফিক সেমিনার, শিশু মেলাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব ডাউন সিনড্রম দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ প্যাডিয়াট্রিক নিউরো ডিসঅর্ডার অ্যান্ড অটিজম (ইপনা)-এর উদ্যোগে বের হওয়া র‌্যালিটি এ বিশ্ববিদ্যালয়ের বটতলায় এসে শেষ হয়। সেখানে আয়োজিত শিশু মেলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা: কামরুল হাসান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অটিজম বিশেষজ্ঞ ও ন্যাশনাল এডভাইজরি কমিটি অন অটিজম এন্ড নিউরো-ডেভলপমেন্টাল ডিসঅর্ডার-এর চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুলের ঐকান্তিক প্রচেষ্টায় অটিজম শিশুরা আর আজ বোঝা নয়। তারা আর অবহেলিত নয়। অটিজম আক্রান্ত শিশুদের সমাজের মূল ¯্রােতধারায় নিয়ে আসতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার প্রফেসর ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ইপনা’র পরিচালক প্রফেসর ডা. শাহীন আকতার, ডা. গোপেন কুমার কুন্ডুসহ অটিজমের শিকার শিশুরা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটিজম আক্রান্ত শিশুদের নৃত্য পরিবেশন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ