Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ঘের ব্যবসায়ীকে হত্যা ঃ আটক ৩

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : খুলনার ডুমুরিয়ায় মৎস্য ঘের ব্যবসায়ী প্রভাত মন্ডল (৩৮) কে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত প্রভাত ডুমুরিয়ার কোমরাইল গ্রামের জিতেন্দ্রনাথ মন্ডলের পুত্র। এঘটনায় একজন মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ঘের ব্যবসায়ী প্রভাত মন্ডলকে পিটিয়ে হত্যা করেছে অজ্ঞাতরা। শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়। লাশের বিভিন্ন অংশ থেতলে দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে লাশটি ময়না তদন্তের জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এঘটনায় নিহতের স্বজনদের ভাষ্যমতে, সহেন্দজনকভাবে একজন মহিলাসহ তিনজনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় ঘের ব্যবসায়ীকে হত্যা ঃ আটক ৩
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ