Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গার্দিওলা মানেই রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জিতেই চলেছে সিটি
প্রতিপক্ষ শক্ত হওয়ায় জয়ের ধারায় ছেদ পড়ার সম্ভবনা একটা ছিলই। কিন্তু কিসে কি! সেই শক্ত প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারকেই ৪-১ গোলে উড়িয়ে প্রিমিয়ার লিগে টানা জয়ের রেকর্ডকে ১৬ ম্যাচে উন্নীত করেছে ম্যানচেস্টার সিটি। তার মানে সম্ভব্য ৫৪ পয়েন্টের মধ্যে ৫২ পয়েন্ট নিজের ঝুলিতে পুরলেন পেপ গার্দিওলা। বার্সেলোনার কোচ হিসেবে ২০১০-১১ মৌসুমে লিগে টানা ১৬ ম্যাচে জয়ের রেকর্ড গড়েছিলেন গার্দিওলা।
ইতিহাদ স্টেডিয়ামে ইলকে গুনডোগানের গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল স্বাগতিক ম্যান সিটি। দ্বিতীয়ার্ধের মাঝপথে ব্যবধান বাড়ান কেভিন ডি ব্রæইন। শেষ দশ মিনিটে জোড়া গোল করে পেপ গার্দিওলার দলের বড় জয় নিশ্চিত করেন রেইম স্টার্লিং। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৪ পয়েন্ট এগিয়ে সুস্পষ্ট ব্যবধানে টেবিলের শীর্ষস্থানটি ধরে রাখলো সিটিজেনরা।
এই হারে গেল মৌসুমের রানার্স-আপ দলটি নেমে গেল সাত নম্বরে। তিনে থাকা চেলসি এদিন স্ট্যামফোর্ড ব্রীজে সাউদাম্পটনকে ১-০ গোলে পরাজিত করে। এ নিয়ে শেষ ১০টি লিগ ম্যাচেরর মধ্যে আটটিতেই জয় তুলে নিল চেলসি। এরপরও তাদের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে গার্দিওলার সিটি। এছাড়া এমিরেটস স্টেডিয়ামে গত চার ম্যাচের মধ্যে প্রথম জয় পায় আর্সেনাল। ২৩ মিনিটে ওজিলের গোলে কষ্টার্জিত জয় পায় আর্সেন ওয়েঙ্গারের দল। এই জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকলো গানাররা।

দুইয়ে অ্যাটলেটিকো
স্প্যাানিশ লা লিগায় ফার্নান্দো তোরেসের একমাত্র গোলে আলাভেসকে হারিয়ে ভ্যালেন্সিয়াকে হটিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ১৬ ম্যাচ শেষে অ্যাটলেটিকোর সংগ্রহ ৩৬ পয়েন্ট। একই রাতে এইবারের কাছে ভ্যালেন্সিয়ার ১-২ গোলের হার এই সুযোগ তৈরী করে দেয় ডিয়েগো সিমিওনের দলকে। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে পাঁচ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভ্যালেন্সিয়া। এই নিয়ে গত তিন ম্যাচে দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল ভ্যালেন্সিয়া।
আগামী সপ্তাহে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে জিততে পারলে বার্সেলেনোর সামনে সুযোগ আসবে অ্যাথলেটিকোর সঙ্গে ৬ ও রিয়াল মাদ্রিদের সাথে ১১ পয়েন্টের ব্যবধান তৈরী করার।

বুন্দেসলিগা মানেই বায়ার্ন
জার্মান বুন্দেসলিগা জয়ের ধারা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। স্টুটগার্টের মাঠে টমাস মুলারের একমাত্র গোলে জয় পায় জার্মান চ্যাম্পিয়নরা। ম্যাচের অন্তিম মুহূর্তে ভেন আলরিস পেনাল্টি ঠেকিয়ে না দিলে পয়েন্ট তারাতে হত বায়ার্নকে। এই জয়ে লিগ দৌড়ে ১১ পয়েন্টে এগিয়ে গেল মিউনিখের দল।

লিগ ওয়ানে চলছে নেইমার জাদু
ফ্রেঞ্চ লিগ ওয়ানে অব্যহত আছে নেইমার-কাভানি-এমবাপে ত্রয়ীর জাদু। ব্রাজিলিয়ান তারকার জোড়া গোলে এদিন রেনিকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি। নেইমারকে দ্বিতীয়বার ফাউল করায় ৬৩তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বেনজামিন আন্দ্রে। এর ১০ মিনিট আগে স্কোরলাইনে সমতা এনেছিল স্বাগতিক রেঁনি। দশ জনে দল পেয়ে নেইমারের সঙ্গে স্কোরবোর্ডে নাম লেখান কিলিয়ান এমবাপে ও এডিনসন কাভানি। প্রথমার্ধে নেইমারের গোলে এগিয়ে ছিল উনাই এমিরির দল। এই জয়ে শিরোপা দৌড়ে ৯ পয়েন্টের ব্যবধান ধরে রাখল প্যারিসের দল।

ম্যারাডোনার পাশে হামসিক
একই রাতে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ইন্টার মিলান ও নাপোলি। ঘরের মাঠ ও প্রতিপক্ষ পয়েন্ট তালিকার নি¤œ সারীর দল হওয়ায় জয়ের প্রত্যাশায় ছিল ইন্টারই। কিন্তু সব হিসাব পাল্টে ইন্টারকে মৌসুমের প্রথম হারের স্বাদ পেতে হয়েছে অখ্যত উদিনেসির কাছে। হারের ব্যবধানটাও আবার ৩-১!
তবে ভুল করেনি নপোলি। তুরিনোকে তাদেরই মাঠে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে তারা উঠে এসেছে পয়েন্ট তালিকার শীর্ষে। দলের জয়ে এদিন সেরি আ’তে নাপোলির হয়ে ব্যক্তিগত ১১৫তম গোল করেন ¯েøাভাকিয়ান মিডফিল্ডার মারেক হামসিক। সমান সংখ্যক গোল করে এতদিন রেকর্ডটা ছিল দলটির সাবেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দখলে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ