নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চার ম্যাচ পর জয়ে ফিরলো শেখ রাসেল ক্রীড়া চক্র। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তারা ২-০ গোলের হারায় ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। এই জয়ে শেখ রাসেল ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানেই রইলো। সমান ম্যাচে ১০ পয়েন্ট পাওয়া ফরাশগঞ্জের অবস্থান তলানিতেই। গেল ১৫ নভেম্বর সর্বশেষ জয় পেয়েছিল শেখ রাসেল। ওই ম্যাচে তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারানোর পর টানা চার ম্যাচে তিন হার ও এক ড্র করে ১১ পয়েন্ট খুঁইয়েছে। তাই ফরাশগঞ্জের বিপক্ষে জয়ে ফিরতে মরিয়া ছিল দলটি। তবে কাল শুরু থেকেই আক্রমণের ধারায় থাকলেও শেখ রাসেল প্রথম গোল পায় ম্যাচের ৪১ মিনিটে। এসময় মন্নাফ রাব্বীর দারুণ গোলে এগিয়ে যায় দলটি। ডান দিক দিয়ে এক প্রচেষ্টায় আক্রমণে ওঠা এই মিডফিল্ডার একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে নিখুঁত শটে মুক্তির গোলরক্ষককে পরাস্ত করেন (১-০)। দ্বিতীয়ার্ধের শুরুত পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করে শেখ রাসেল। ডান দিক থেকে খালেক জামানের কর্নার উত্তম কুমার বণিকের নেওয়া হেড জালে জড়ায় (২-০)। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয়েই মাঠ ছাড়ে তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।