Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

জাতীয় লিগ ২০ ডিসেম্বর থেকে শেষ রাউন্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিপিএলের আগে জাতীয় ক্রিকেট লিগের পাঁচ রাউন্ডের খেলা শেষ হয়ে গিয়েছিল। বাকি ছিল একটাই রাউন্ড। দেড়মাসের ‘বিপিএল বিরতি’ দিয়ে ফের মাঠে গড়াচ্ছে দেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। ২০ ডিসেম্বর থেকে দেশের চার ভেন্যুতে শুরু হবে শেষ রাউন্ডের খেলা।
প্রথম স্তরে শিরোপা জেতার রেসে অনেকটাই এগিয়ে আছে খুলনা বিভাগ। দুইয়ে থাকা ঢাকা বিভাগের সঙ্গে বিকেএসপিতে লড়বে তারা। দুদলের পয়েন্টের ব্যবধান ছয়। প্রথম স্তরের অন্য ম্যাচে রাজশাহীতে রংপুরের বিপক্ষে মাঠে নামবে বরিশাল বিভাগ। তলানিতে থাকা বরিশাল শঙ্কায় আছে দ্বিতীয় স্তরে নেমে যাওয়ার।
দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে মাঠে নামবে ঢাকা মেট্রো। ২৩ পয়েন্ট নিয়ে প্রথম স্তর নিশ্চিত করা রাজশাহী আছে নির্ভার হয়ে। দ্বিতীয় স্তরের অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামবে স্বাগতিকদের বিপক্ষে খেলবে চট্টগ্রাম বিভাগ। দুদলের জন্য এই ম্যাচ নিয়ম রক্ষার লড়াই।
জাতীয় গোজোরিউ কারাতে শুরু
স্পোর্টস রিপোর্টার : জাতীয় গোজোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। গতকাল ঢাকা কমার্স কলেজ কাজী ফারুকী অডিটরিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা কমার্স কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মো. শফিকুল ইসলাম। উদ্বোধনী দিনের খেলায় ক্যাডেট বয়েজ ৩৮ কেজিতে কক্সবাজারের আদিবুর রহমান, ক্যাডেট গার্লস ৩৮ কেজিতে সিলেটের সুলতানা ইসলাম তাবাসসুম, পুরুষ সিনিয়র -৮০ কেজিতে চট্টগ্রামের হাফসাদ ইসলাম এবং গোজোরিউ কাতায় কক্সবাজারের নওশিন জাহান স্বর্ণপদক জেতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ