Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হিজাব খুলতে অস্বীকৃতিতে সমাবর্তনে ঢুকতে বাধা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হিজাব খুলতে অস্বীকৃতি জানানোয় নাইজেরিয়ার আইনের একজন গ্র্যাজুয়েটকে বারের অনুষ্ঠানে প্রবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। মুসলিম ওই ছাত্রীর নাম অ্যামাসা ফেরদাউস আব্দুলসালাম। সম্প্রতি রাজধানী আবুজার আন্তর্জাতিক সমাবর্তন কেন্দ্রে প্রবেশের জন্য তাকে হিজাব খুলতে বলা হয়। কর্তৃপক্ষের এই নির্দেশ পালনে ফেরদাউস অস্বীকৃতি জানালে তাকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অ্যামাসা ফেরদাউস দেশটির ইলোরিন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। লাগোস ভিত্তিক নাইজেরিয়ান আইন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তার আইন স্কুলের নির্ধারিত ড্রেস কোডের বিরুদ্ধে যাওয়ায় তাকে প্রবেশ করতে দেয়া হয়নি। স্থানীয় মিডিয়ার খবরে এটি বলা হয়, ফেরদাউস তার হিজাব খুলতে অস্বীকৃতি জানান। আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ