Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাজার হাজার ই-মেইল মুয়েলারের হাতে

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শিবিরের হাজার হাজার ইমেইল এখন রাশিয়া কানেকশন তদন্তের স্পেশাল কাউন্সেল রবার্ট মুয়েলারের হাতে। এর মধ্যে ট্রাম্পের জামাই ও উপদেষ্টা জারেড কুশনারের ইমেইলও রয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দায়িত্ব গ্রহণের মধ্যবর্তী সময়ের (ট্রানজিশন পিরিয়ড) এমন হাজার হাজার ইমেইল উদ্ধার করে তা ঘেঁটে দেখছেন রবার্ট মুয়েলার। ঘেঁটে দেখা হচ্ছে তার জামাই জারেড কুশনারের ওই সময়কার ইমেইলও। বার্তা সংস্থা এক্সিস’কে এমনটিই জানিয়েছেন ট্রানজিশন পিরিয়ডে ট্রাম্প শিবিরের এক কর্মকর্তা। মুয়েলারের প্রসিকিউটররা এসব তথ্য-উপাত্ত প্রত্যক্ষদর্শীদের প্রশ্নোত্তরের সময় ব্যবহার করছেন বলে জানতে পারেন ট্রাম্পের কর্মকর্তারা। ঘেঁটে দেখা হচ্ছে ১২টি ইমেইল একাউন্ট। এর মধ্যে একটিতেই রয়েছে সাত হাজারের মতো ইমেইল। ওই একাউন্টগুলোর মধ্যে রয়েছে ট্রানজিশন পিরিয়ডের রাজনৈতিক নেতৃত্ব এবং পররাষ্ট্র বিষয়ক দলের একাউন্ট। নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ হওয়ায় ওই ইমেইলগুলোকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এক্সিস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ