Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়া-সউদী চুক্তি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে সউদী আরব। রুশ সংবাদমাধ্যম স্পুটনিকের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। চুক্তিতে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক কোম্পানি রোসাটম-এর প্রধান এবং সউদী আরবের কিং আব্দুল্লাহ সিটির পারমাণবিক শক্তি বিষয়ক কার্যক্রমের প্রধান স্বাক্ষর করেন। দ্বিপাক্ষিক এই চুক্তির অন্যতম উদ্দেশ্য হচ্ছে, পেট্রোলের উপর নির্ভরশীলতা কমানো। ২০৩২ সালের মধ্যে সউদী আরব পারমাণবিক কেন্দ্র থেকে ১৭ দশমিক ৬ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে। সউদী আরবের বিদ্যুৎ ও সংগ্রাহক নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (এসিআরএ) গভর্নর আব্দুল্লাহ আল সেহরি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কাজ করছে রিয়াদ। অভ্যন্তরীণ চাহিদা পূরণে খুব শিগগিরই মস্কোর সঙ্গে আমরা কাজ শুরু করবো। তিনি আরও বলেন, রাজ্যে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাড়তি বিদ্যুতের চাহিদা তৈরি হয়েছে। আবার বিদ্যুৎ উৎপাদনে নানা প্রতিবন্ধকতাও রয়েছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ