মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারে (বার্মা) সাংবাদিকদের ওপর নিরাপত্তা বাহিনীর ধরপাকড় ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি শুরু করেছেন দেশটির সাংবাদিকরা। স¤প্রতি বার্তা সংস্থা রয়টার্সের দুই সাংবাদিককে আটকের প্রতিবাদে তারা এ কর্মসূচি শুরু করেছেন এবং এর অংশ হিসেবে গত শনিবার থেকে কালো শার্ট পরার ঘোষণা দিয়েছেন তারা। দি প্রটেকশন কমিটি ফর মিয়ানমার জার্নালিস্ট নামের এ সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সরকারি গোপন আইন ভঙ্গ করার নামে রয়টার্সের যে দুই সাংবাদিককে আটক করা হয়েছে তাদের মুক্তি না দেয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে। সংগঠনটি আরো বলেছে, মিয়ানমারের গণমাধ্যম যে অন্ধকার যুগের মধ্যে রয়েছে তা তুলে ধরাই হবে কালো শার্ট পরে প্রতিবাদের মূল লক্ষ্য। স¤প্রতি ইয়াঙ্গুন থেকে ওয়া লোন ও কাইওয়া সোয়ে উ নামের দুই সাংবাদিককে আটক করে মিয়ানমার সরকার। মিয়ানমারের সংবাদপত্র ফ্রন্টিয়ার মিয়ানমারের তথ্যানুসারে, তাদের কাছে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলের একটি মানচিত্র এবং সেনাবাহিনীর একটি প্রতিবেদন পাওয়ায় তাদের আটক করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে। বার্তা সংস্থা রয়টার্স এবং জতিসংঘ দ্রæত দুই সাংবাদিককে মুক্তির দাবি জানয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।